রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

কুড়িগ্রাম জেলা প্রশাসকের কাছে সাদ পন্থীদের স্মারকলিপি  

কুড়িগ্রাম প্রতিনিধি 

কুড়িগ্রাম জেলা প্রশাসকের কাছে সাদ পন্থীদের স্মারকলিপি  

মাওলানা সাদ কান্দলভী (দা. বা.) বাংলাদেশে আসার অনুমতি চেয়ে কুড়িগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছেন। সোমবার (২ ডিসেম্বর) জেলা প্রশাসক কার্যালয়ে হাজার হাজার মুসল্লী উপস্থিত হয়ে কুড়িগ্রাম জেলার পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়।  

এসময় মুসল্লীরা জানান, কোন যৌক্তিক কারণ ছাড়াই বিগত ৭ বছর ধরে হযরত মাওলানা সাদকে বাংলাদেশে আসতে দেয়া হচ্ছে না। তাবলীগ জামাত মুসল্লীদের দাবি ঢাকার টঙ্গি প্রাঙ্গণে আগামী ৭, ৮ ও ৯ ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমায় মাওলানা সাদের বয়ান শুনবেন এবং আখেরি মোনাজাত পড়াবেন এমন দাবি করেন। 

দীর্ঘদিন ধরে শুরাই নেজাম নামধারী ব্যক্তিরা আমাদের মূলধারার সার্থীদের মসজিদে দাওয়াতের কাজ বন্ধ করার জন্য বিভিন্নভাবে মারপিট, হত্যা ও জুলুম-নির্যাতন এবং কুৎসা রটনা ও অপপ্রচার চালিয়ে আসছে। যা ইসলামি শরিয়ত, বাংলাদেশের সংবিধান ও প্রচলিত আইনের সুস্পষ্ট লঙ্ঘন। 

তাই আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠুভাবে বজায় রাখার স্বার্থে দেশের সব মসজিদে বাধ্যহীনভাবে তাবলীগের কাজ পরিচালিত হওয়ার ব্যাপারে সুষ্পষ্ট আদেশ জারির জন্যও দাবি জানানো হয়।

টিএইচ